সৌরভ বর্ধন
ঘোটকী-পুরাণ কাহীনি
(১)
সাগর থেকে ফেরা অসহ্য নীল
গুমরে থাকে ফুলের ভেতর
কোয়ান্টাম তথ্যের তারে তামসিক
যদি তারে নাই চিনি গো (সেকি)
কার্বাইড দিয়ে পাকানো রোদ
আরো নগ্নবীজ
(২)
সাঁজোয়া হামলায় বক্তৃতা সেরে
নদীর জল উপত্যকায়
ছিনি মিনি মিনি ছিনি ছলাৎছল্
ঘাড় তুলে ধরে বহুতল, ফেরীঘাট
ফোঁটা জল সঞ্চিত হও বুকে
বাষ্পবেলার দিন রণক্লান্ত
(৩)
হৃদয় চিল হৃদয়ে শকুন
উপধমনীর আশকারাদান
সমুদ্র বেয়ে আরোহণ ছবিতায়
বালামচি খুলে রাখি এবার
বেগুনী চেটে দেখি সফেন জুটেছে
বন্ধু মাটি বন্ধু ঘাস
(৪)
একটু তন্দ্রা মতন ভয়
খুরে অনূদিত হয় সন্ধেবেলা
ছন্দ রূপ রীতি স্তিমিত হয়ে আসে
আরো নটিক্যাল বিস্তৃতি
আরো ঝাউবন পৃষ্টতা উজানে
ভেঙে পড়ে দুই হাঁটু
(৫)
ব্যাস! থেমে যাও হ্রেষা
নিস্তব্ধ টগবগ নীল বালি মুখে
ভেঙে পড়ো হঠাৎ
আস্তে আস্তে আস্তে
গ্রাফিতির সাজে ঘুমিয়ে পড়ি আমি
বিস্মৃত শহরের নাব্যতায় গা ঘেঁষে
দাঁড়াই