মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

হরিৎ বন্দ্যোপাধ্যায়


হরিৎ বন্দ্যোপাধ্যায়

সাফল্য

সাফল্য নিয়ে নাচতে গেলেই মনে হয়
আমার কাজ কাউকে না কাউকে খুশি করেছে
আর তখনই আমার কানে কানে কেউ বলে
কাউকে খুশি করার জন্যই এত দৌড়ঝাপ ।








শুধু তুমি

না, একজনকেও না
কাউকে বলো না তার কথা
বললেই সে পাখি হয়ে উড়ে যাবে
আসবে না আর কোনোদিন
তোমার উঠোনে

শুধু তুমি তাকে জানো
শুধু তুমি তাকে চেনো
সারাজীবন ধরে বোঝার চেষ্টা করো ।









মাথা নিচু

পৃথিবীতে দু'এক জায়গায়
মাথা নিচু করার জায়গা থাক

মাথা নিচু করলে মাথা ভালো থাকে ।








আমি চাই

আমি চাই
সবাই আমার সবটুকু দেখতে পাক
দেখার পরে আমার যেটুকু থাকবে
সেটাই আমি ।








আমার পৃথিবী

দরজা খুলে
উড়িয়ে দিলেও যারা যায় না
তারাই আমার পৃথিবী ।