মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

অজানা থেকে যায়

সভ্যতার সুতন্বী ফন্টে সাজানো ফ্যাশনেবল জীবনসূচি,
ইদানিং সবকিছুতেই কেমন অদৃশ্য শূন্যতার বসবাস।
তবুও আমরা সুখ কিংবা দুঃখের নোটবুক লিখি
ইচ্ছেমালা গেঁথে ভাসাই নিয়তির জলে
কখনো জলকাব্যে আঁকি ভ্রাম্যমাণ জীবন নকশা,
অজানা থেকে যায় অনেককিছু।
সময়সেবী মানুষের কোন ভাবান্তর নেই
যুক্তিকে উপেক্ষা করেই নিজনিয়মী জীবন সাজায়,
নিরস করে রাখে সৌখিন মূহুর্তগুলো
যতই অসংগতি থাক, অপেক্ষায় থাকে তবু নিমগ্ন দিন।
কূ-চর্যা কিংবা কর্পোরেট বলয় ভেঙে
কেউ কেউ বিশ্বাসী হতে পারিনা।
বুকের ভাঁজে রাখা আতশীকাচে দেখি
নিরন্তর শোকযাত্রার দৃশ্য! 








কন্যা সখি

বুকের ভেতর শুকনো মরু ধূসর বালুরচর
স্রোতেভাসা জলনদীটা ভাঙলো তবু ঘর
ঘর যেন নয় মেঘপদ্ম স্বপ্নরানির চুল
রাজারকুমার কোথায় খোঁজে রাজকন্যের দুল 
প্রণয়জলে ডুবসাঁতারে বংশি বাজায় কে?
কন্যা সখি, জলদি এবার কলসি ভরে নে!
রাই সোহাগী একলা ঘরে ভাঙছে ঝড়ে বুক
দ্বিধায় কাঁপে থরোথরো জোছনামাখা সুখ
সুখ কিগো সই শাঁখের করাত কাটবে শুধুই পথ
রক্তজলে ভিজিয়ে দেবে অবুঝ বধূর নথ!
নথ নায়রী বাদলপরি কাজলটানা চোখ
মৌন তাপে হৃদয় ভরে আর ক"রো না শোক  
নষ্ট বাতাস আঁচল মেলে আসুক না বারবার
কন্যা সখি আগুন প্রেমে বাঁধো বীণার তার
সোহাগ ঘুমের দিনতো গেছে উঠলে উঠুক ঝড়
ঝড়ের মাঝেই ঘর বাঁধো সই শাশ্বত সুন্দর! 







অধিকারের ঋণ

আমরা কোথায় বসে আছি?
ব্যঞ্জনার সিন্দুকে রাখা গৌরি স্বপ্নগুলো
হারায় বিষাদের গহীন আঁধারে
নষ্টজল ছুঁয়ে এগোয় বিপন্ন মানুষ।
মানুষ এবং মানবতা,, দুই ই বসে আছে পতনের সিঁড়িমুখে
সভ্যতার রিসোর্টগুলো ধ্বংসের মুখোমুখি
চেতনার ভেতর তবু আগুন চিতা জ্বলে
প্রতিযোগিতার ভেতর বাজে যুদ্ধের দামামা!!
যেদিকে তাকাই আটকে যায় চোখ
রক্তদামেও যেন শোধ হয়না অধিকারের ঋণ
সময়ের ডাল থেকে খসে পড়ে ফুটন্তফুল
অবাক তাকিয়ে দেখি সভ্যতার অকালমরণ !!







বৃষ্টি বোঝেনা

অদৃশ্য দিনের ভেতর নিঃশব্দ অন্ধকার নামলেই
অন্তরে জ্বলে ওঠে আলোকতারা
তীক্ষ্ণ চোখ তবু দেখেনা কিছুই,,
ভীরুতার আড়ালে ঢাকা সম্মোহন আবেশ,
আবেশের ভেতর জুড়ে বরফপানি,
 কেউ একটু ছুঁয়ে দিলেই বৃষ্টি নামে   
বৃষ্টি বোঝেনা বিরহীর আবেগ !! 








বন্ধুরে তোর কাছে

বাস্তবে তোর দেখা না পাই স্বপ্নে ঠিকই দেখি
তুইযে আমার বন্ধু সুজন মিথ্যে কি আর সেকি!
বৃষ্টি এলেই খুলে পড়ি তোর লেখা সেই চিঠি
স্মৃতিগুলো মন আকাশে তাকায় মিটিমিটি
ইচ্ছে নদীর জলেরধারা ব্যাকুল যখন ছোটে
আচ্ছা,আমায় ভেবেও কি তোর অন্তরে ফুল ফোটে?
নাইবা হলো তোর সঙ্গে আর কখনো দেখা
বন্ধুরে তোর চিঠি পড়েই ভাববো বসে একা
চিঠির ভাঁজেই মনকথা সব অমর হয়ে আছে
যাসনে ভুলে, এই শুধু চাই  বন্ধুরে তোর কাছে!!