নাসির ওয়াদেন
ভেঙেছে
ভাদ্রের ভাবনা
বৃষ্টি নেই তবুও মানুষ আশা নিয়ে
বাঁচে
আকাল শ্রাবণে ছেদ ঘটে কৃষিকাজ
তাল তমালের মিঠে স্বাদে বোলতা বসে
চারিদিকে ফুটেছে মনের গন্ধরাজ
ভাদ্রের দিনে কবির ভাবনা ছিল যে বড়
এখন তো বারোমাসই পৌষমাস
একমুঠো ভাত অসীম ক্ষুধার কাছে
পরমান্ন
নাকে চোখে জলে একান্ত হা হুতাশ
কত অন্নপ্রাশন,বিবাহবার্ষিকী,জমকালো আলো
ক্ষুধার্ত শিশুও ভুলে যায় প্রিয়
খিদে
অন্ন চায় না আর ,চায়
শুধু একটু আদর স্নেহ
হাত আছে,ভাত
আছে থাক না আনন্দে
ভেঙেছে ভাদ্রের ভাবনা, জেগেছে
প্রাণে জোয়ার
হাভাতে নই কেউ, বাঁচা
বাঁচতে চাইছে একটিবার।
পথিক
পথ জেগেছে পথে, আকাশ
কালো মেঘ
দিগন্ত থেকে দিগন্তে রঙ ঝরে
পথিক তুমি পথ পেয়েছো খুঁজে,নিরুদ্বেগ,,
মানুষে মানুষে সম্প্রীতি তোলো
গড়ে
কিছু মিথ্যুক লোভী পোড়ে
অর্থলোলুপ্ত মন
টানে সমাজ সাগরে মিথ্যে বিভেদরেখা
তাদের মোহপথে পথ কি হারাইয়াছে জন?
সম্মুখে রয়েছে সরল সবুজরেখা
হানাহানি করো অধর্মের, অস্ত্র
হোক ভালবাসা
যতই নামুক অত্যাচার,উৎপীড়ন
শিরে
ধৈর্য্য আর মানবতার গান গেয়ে কাটুক
হতাশা
সত্যের ধ্বজা তুলে ধরো ভগ্ন সমাজ
তীরে ।
রথের স্মৃতি
আলতো ছোঁয়ার রশি টেনে হাঁটে পথ
স্মৃতিময় পাথরের বুক ঘষে
হাতের রশির টান বুক,পাঁজর
বোঝে
প্রেমিকার ঘনচোখে কাজলের লাজ
টানাটানি চলে, রথে
বসে হাসে দেব
চোখে চোখে কথা হয়, মন
জানে
টুইটার এ লেখা জিলিপি, তেলেভাজা,
প্রেমিক ফেসবুকে হাত খোঁজে
এ কোন বুক জ্বালা, পুড়ে
দেহাতী মন
ঈশ্বর কী পথ হয়ে আছে, নাকি
রথ
কোন পথে যায় মানুষের ধ্বনি ,স্বর
বাঁচার পথ,নাকি
শুধুই বাঁচার শপথ ।
বিলম্বিত বৃষ্টির কোলে
গোমঠা আকাশ মুখ চাহে চাতকের
দৃষ্টিতে
কী মহত্ত্ব জেগে আছে, এ অপুষ্টি বৃষ্টিতে,
ঘরমাটি শুকনো হাবিজাবি, মাঠঘাট
খাঁ খাঁ
আষাঢ় গেছে শ্রাবণের রোদে পুড়ে খালি
গা,
উল্টো পথে চলে গেছে রথ, বৃষ্টি
নামেনি তবু
অভিশাপ বুঝি মাথা চেপেছে, জীবজন্তু
কাবু,
দাদুর হাতের যষ্টির লাঠি নাতির বড়ই
সাধ
বৃষ্টিবাদলে ছাতাতলে মিটাইয়ের মিঠে
স্বাদ,
দিন বেড়ে গেছে চব্বিশ নাকি পঁচিশ
হয়েছে 'খনে
তথাপি বৃষ্টি ঝরে না দু চোখে, মাটি
পুড়ে ঠনঠনে ,
ঈশান কোণে মেঘের পিচুটি একটু
অন্ধকার
জগন্নাথে সাড়া দিয়ে বর্ষা আসছে কী
এবার ।
একধাপ নীচে শুধুই অন্ধকার
একধাপ নীচে নেমে দ্যাখো ক্যামন
আলোরূপ
মায়াময় রোদ ছড়ায় প্রভা, শিশুমেঘেদের
বাড়ি
জোনাকিআলো দীপ জ্বেলে জ্বলে, বৃষ্টি
বিরূপ
তাসের ঘরের মতো ভাঙে ঘর যায় গড়াগড়ি
দাদু টানে রশি নাতি বলে,হেঁই
সে জোরে আরো
হাসিতে ভরেছে আকাশ, পূব
দিকে বহে ঝড়ো
মাঠে মাঠে ঘষাবিদ্যুৎ জাগে,সবুজ
চাইছে জল
কদম্ব কেয়ার বনে ফুটে ফুল, পুকুরে
শালুকদল
রূপের আগুনে পুড়ে মরে কৌয়া রূপ
হলো কাল
নিত্য জাগরী প্রভাত আনে আর এক
সূর্যসকাল।