মঙ্গলবার, ২১ আগস্ট, ২০১৮

শুভশ্রী সাহা


শুভশ্রী সাহা

শিরোনাম হীন

কোন দূর ই দূর নয়, থেকে গেছে কাছের
অবাধ্য সময় নিয়ে গেছে উচ্ছ্বাস
কষ্ট লিখে যায় বিষাদ গাঁথা
আসলে এ তার ইচ্ছালীন বনবাস

দূর কোথায় এই তো কত কাছেই
অবাধ্য আঙ্গুলে তার পরাগ লাগে
পর্ণমোচী সময় যাক না কত সরে যাবে
এক শ্রাবণেই মেঘ ঋতু নির্মান করে।







ভুল

নতজানু তুমি যখন আমার কাছে
এক দুপুর তখন বকুল ফোটার অপেক্ষায়
যাপিত জীবনে কত বার পাতা ঝরায় শিরিষ
তবুও বৃষ্টিতে ভিজেছে অঝোর ধারায়

পদ্মফুলের সুবাসে তৃষ্ণা জাগায়
ছড়িয়েছি কত হাসনু হানা ভুল আনাচে কানাচে
সব বিষাদ দানা মুঠিতে তুলে নিয়ে
তুমি পরালে সোহাগের হার আমায়----







কবিতা তুমি

কখোনো এমনি ই আসে,  কখোনো আসে না
কেউ এসেও ফিরে যায় জানলায়
লেখার আগেই অক্ষর ভাসে, এমন ও হয়
তবু কবিতা তুমিই চারপাশে

রবিবারের টুং টাং রান্না ঘরে
হাতে ছাপে স্পষ্ট বাটনার হলুদ
হাওয়ায় ওড়ে ফুলছাপ পর্দা, নরম মানিপ্ল্যান্ট
তবু কবিতা তুমি ই চারপাশে

আজ জলখাবারে নতুন কিছুর দিন
পাতাবাহারে আজ সার দিতে হবে
রাতের চিংড়ী কটা ম্যারিনেটে আছে
তবু কবিতা তুমি ই  কেন চারপাশে







নববর্ষ

পাতা ঝরার দিন চলে যাবে, বিগত চৈত্রমাস
ফুলের স্মৃতিতে থেকে যাবে শিমূল রাঙ্গা পলাশ
ক্ষত মুছে যাবে আসবে নতুন পাতা
তাদের নিয়ে লিখবে কবি নতুন কবিতা
খাদের ধারে জলের পাশে চাঁদ দেখে মুখ
সে মুখেতে আধকপালি তোর বড় সুখ
নতুন দিনের ভোরের আলোয় ভরুক দিগন্ত
বর্ষ প্রভাতে গেয়ে যাক রবি পরজ বসন্ত
যায় না কিছুই ফিরে চলে, যায় না ভেঙে ভেসে
নিজের করে পারো যদি রেখো ভালবেসে