শনিবার, ২১ জুলাই, ২০১৮

সুবীর সরকার


সুবীর সরকার

মিথ

বিরতিহীন দিবস
নির্জন হতে গেলেই
                রক্তচক্ষু
দর্শকআসন থেকে দেখি
বমিটি হলুদ
হিসেব রাখছি সবকিছুর
এবং আপনি ঘোড়ার
                    পিঠে







ডাইরি

নদীর পাড়ে নেমে যাওয়াটা তো
                             অভ্যেস
অন্তত একটা দাঁড়াবার জায়গা
শ্যাওলার খাঁজ
শক্ত ও পুরোন
কচুকন্দের ঝাড়
শিকড় বেরিয়ে
               থাকে








না গল্প

এত যে খোলা হাওয়া
মিথের দ্বারস্থ হই
সীমাহীন ভুল
গল্প ও না গল্পের মধ্যে আমি
                        চুপচাপ







গান

খাদ্য নেই। পানীয় আছে।
সারা মুখ ঘামে ভেজা
টুপিটা সামলে নিয়ে
আস্তে আস্তে তর্জনী
নির্ঘাত ঢোলে কাঠি
গান ও ঘাসবন








শিকার

শিকার পালাচ্ছে!
ঝামেলা না বাড়িয়ে জল খেতে
                         যাওয়া
গাছের ওপর শীত
লুকোচুরি খেলা