শনিবার, ২১ জুলাই, ২০১৮

রবীন বসু


রবীন বসু

প্রেম বর্ষাজলে ধোয়া



মল থেকে মল ঘুরে যাচ্ছে প্রেম

হাইওয়ে ধরে উদ্দাম দুরন্ত দৌড়

হঠাৎ শ্রাবণধারা ভিজিয়েই দিল

হেলমেট থেকে ঝরে পড়ল প্রেম







বাইক বিরতি নিয়ে প্রেমিক যুগল

ধাবার গরম চায়ে ঠোঁটটি ভেজায়

আর কিছু চাই? জল ও পাউডার

জিজ্ঞাসা চোখে নেয় খোঁড়া সুবল








প্রেমিক হাসছে দেখ, প্রেমিকা চিৎ

ও রাধিকা আজ দ্যাখ্ এ বৃন্দাবন

তুমুল বৃষ্টির তোড়েই ভাসছে নগর

ঠিক যেন জল-গামলা হয়েছে চিৎ








প্রেম জাগে প্রেম ভাসে অসহ বিরহ

কে কাটে হাতের শিরা, কে নেয় দড়ি

শোক নিয়ে মোমবাতি জ্বলছে দেখি

কদম গাছের ডালে কাঁদে বর্ষা-বিরহ







তবু প্রেম ভেজে এই  শ্রাবণেরও ধারায়

অভিসারে যাবে সে আবহমানের ভেলা

দুলে ওঠে নড়ে ওঠে গভীর জলরেখায়

মানব মানবীর প্রেম বর্ষার জলে ধোয়া