শনিবার, ২১ জুলাই, ২০১৮

হরিৎ বন্দ্যোপাধ্যায়


হরিৎ বন্দ্যোপাধ্যায়


সিঁড়িতে


সিঁড়ির শেষে তুমি

দেখা পেলে ভালো
না পেলেও ভালো

সিঁড়ি ভাঙতে ভাঙতে

সিঁড়ি ভাঙতে ভাঙতে

সিঁড়ি ভাঙতে ভাঙতে !








অসুখ

অসুখ কি সারে?

কিছুদিনের জন্য
তাকে জোর করে
ঠেলে সরিয়ে দেওয়া হয়

হাওয়া দিলেই
আবার আসে

আবার সেই
ঠেলে সরানো

একসময়
সবার অসুখ করে ।








হিসেব

হিসেব কি মেলে?

হিসেব তো মিলেই থাকে

আমরাই শুধু
সংখ্যা ওলটপালট করে ফেলি

আমাদের হিসেব যখন মেলে
তখন আমরা অঙ্ক ভুলে যাই ।







হারিয়ে যাওয়া

কতবার ভেবেছি
হারিয়ে যাব

কোথায় যাব?

যেখানেই যাই
তোমার চোখ তো পড়বেই

এখন
হারিয়ে যাবার কথা
মাথায় এলেই
আমি আকাশ দেখি ।






নিজের কপাট

একরাশ আবর্জনার মধ্যে থেকে
তিনটি ধান খেয়ে উড়ে গেল
                         সেদিনের চড়াই ।

অনেক অকথার মধ্যে থেকে
তোমার কথা
নিজ গুণে কবে চিনতে পেরেছি ?

ঝড় উঠলে
সব দিক ভুলে
আগে নিজের কপাট বন্ধ করেছি ।