শিল্পী
গঙ্গোপাধ্যায়
শ্রাবণ ..
শ্রাবণ এলেই,
মন কেমন
উদাস-বাউল
ঘর-বাড়ি, টাকা-কড়ি, বিষয়-আশয়,
মায়ার সংসার
সুখ,
পড়ে থাকে
অবহেলায়...
মন খোঁজে
একতারা,দোতারার সুখ।।
থইহারা মেঘ...
আকাশ ভরা
থইহারা মেঘ
ডাকল মাটি-
'বৃষ্টি হয়ে ঝরবি নাকি
আগের মত'-
থইহারা মেঘ
পূব আকাশে
সূর্য তখন
পশ্চিমেতে টলমল।
দখিণ দুয়ার
আমার জন্য খোলাই ছিল -
দ্বিধায়
শুধু আমার দুটি পা জড়াল।।
অভিসার
দু'হাতে সরিয়ে দিয়ে গ্রীষ্মের রুক্ষ্মতা
আকাশে মেলেছে
ডানা,
মেঘ
হাওয়ায় ছড়িয়ে
পড়ে সুখ -
বৃষ্টিকণা
ভেজায় আমাকে।
বিদ্যুৎবিদীর্ণ
মেঘের শাসানি উপেক্ষা করে, বকুল পাপড়ি
ম্যালে-
কৃষ্ণচূড়া
ঝরায় আবেশে
কদম ফুটেছে
বনে
বিরহী রাধিকা
বুঝি যাবে অভিসারে..
প্রোষিতভর্তৃকা
পুঞ্জীভূত
মেঘ শ্রাবণকণা হয়ে
ঝরার আগে
মেপে নেয় শোক...
আহারে পৃথ্বী
! হে অরণ্যরাজ!
কতদিন উপোসী
থেকেছ?
ভুলে যাও
অভিমান,
পান কর,
তৃষ্ণা মেটাও,হে সবুজ আরও গাঢ় হও
সুখ
জমিয়ে রেখেছি
সুখ --
শীত গেল, বসন্তও শেষ
গ্রীষ্মের
মৌসুমী বিকেলে
ঝড়ের আভাস
পেয়ে
ভীত পাখি, গাছ আগলে থাকে--
বৃষ্টিরানী, নুপুর বাঁধতে যদি
এতটা সময় বয়ে
যায়
আঙুলের ফাঁক
থেকে
সুখ গলে যেতে
পারে -
'সুখ', পদ্মপাতায় জল
সদা টলমল -
জানো নাকি !!