রাহুল
গাঙ্গুলী
ফটোক্রোম ও
বৃষ্টি-উল্লাস
১
ঝরঝর বারিশ
থৈথৈ জল
< নৌকা।কাগজ{মাঝামাঝি
মেঝে}কাগজ।নৌকা
>
থৈথৈ জল
ঝরঝর বারিশ
২
থমথমে ঠোঁট
গনগনে আঁচ
< সিঁড়িঘর।মাস্তুল{মোমবাতি}মাস্তুল।সিঁড়িঘর
>
গনগনে আঁচ
থমথমে ঠোঁট
৩
হৈহৈ আবহাওয়া
হৈচৈ ~ ভেতরে আকাশ [√0]
< পদ্মফুল ফোটে{শালিখের ডিম}ফোটে পদ্মফুল
>
হৈচৈ ~ আকাশ
ভেতরে [√0]
আবহাওয়া হৈহৈ
৪
ঘড়ঘড়ে ঘড়ি
ঘুমঘুম ঘর
< শীতলতা || মেঘলা
অংশ || আংশিক
অনুশীতল >
ঘরঘর ঘুম
ঘড়ি ঘড়ঘড়
৫
চুপচুপে চাদর
নাকছাবি নদী
< গলগল ঘাম {নুন} ঘাম
গলা > আকাশ
ছাদছাদ চুপ-চাদর
নদী নাকছাবি
৬
হড়হড়ে হাতল
আলোআলো আবির
< পথ & পিছল
] গুহা [ পিছল ~
আষাঢ়-তল >
আবিরা ~ আলোআলো
হাতল ~ হলাহল্