শুক্লা
মালাকার
আঠারো বছরের মন
আঠারো বছরের
বুকে হামাগুড়ি দেয়
নতুন পাতাদের
উল্লাস
প্রতিরাতে
তারাদের জন্ম হয়
আঠারোর
ব্যালকনি জুড়ে সোনাঝরা প্রেম
স্বপ্নের
চুড়ো থেকে নেমে আসে
অসাধারণ সব
টিউলিপ কাল
সময় গড়িয়ে
পড়ে শরীরের আনাচে কানাচে
ভালোবাসায়
ভরা থাকে বসন্তের ঘ্রাণ
আঠারো বছর
অমাবস্যাতেও
ধরে রাখে
হাস্যরত চাঁদ
নরম লোহিত
কণিকায় ঘন হয়ে থাকে
আবেগ, অভিমান
ভুল করেও
বেদনা হৃদয় ছুঁয়ে দিলে
জীবন ভুলে কত
দ্বিধাহীন
বেড়িয়ে পরে
আকাশপথে
আঠারো বছর
জড়িয়ে থাকে তীব্র বেঁচে থাকা।
হারিয়ে যাব বলে
শুকিয়ে যাওয়া
পাতার মতো
টুপ করে খসে
পড়েছি
আমার জন্য
নেই চোরা টান
একটা নিখোঁজ
দিনের আশায়
আলপথ ছুঁয়ে
আছে ক্ষেত
তোলা হয়ে
গেছে সব ধান।
কিছু মায়া
তবু থেকে যায়
কিছু চোখে
দেখা কানে শোনা কিছু
সোনারোদ ভোর, বৃষ্টির কলতান
আছি বরাবর
স্তুপাকার আগুনে
এই ভরা সাঁঝে
বর্ণমালা আর
অর্বাচীন
রূপকের ঘ্রাণ।
এখন হারিয়ে
যেতে চেয়ে
চুপকথা মন
জেনে গেছি
যাপন রাসের
মেলার গান
লোনাজল
ভেঙেছে আগল
মুছে দিয়ে সব
হাহাকার
নিভেছে
অস্থির অভিমান।
সেই সব দিনগুলি
এক রোদ
ঝুরঝুর দিনে
পলাশ ঝরা
ঘাসের বনে
দু চার কুচি রঙিন
কথা
ফুটিয়ে তোলে
সোহাগ গোলাপ
বাদবাকি সব
সবার মতোন
সুরের ছোঁয়ায়
চাতক যেমন
ঘাম জমেছে
সমুদ্দুরের
শামুক খোলায়
মুক্তো ধরে
শব্দেরা সব
শরীর লিখে
মেঘের তলায়
বৃষ্টি কুড়োয়
ভিক্টোরিয়ায়
গোপন চুমু
লাগামছাড়া
কাব্য সুরে
বিলাসবহুল
প্রেমের যাপন
তারার সাথে কথার
মালা
এমনি কত গল্প
আছে
গভীর রাতের
আকাশ জুড়ে
সেই যে আলোর
দিনগুলি সব
হারালো আজ
হিমেল হাওয়ায়!
টুকরো টুকরো স্মৃতি
কিছু স্মৃতির
টুকরো তোমার কাছে
কিছুটা আমার
ফিরে দেখা
অস্থিরতা আছে
তাসের বাসার।
রোদের খোসায়
পলাশ ভাঙা দিন
আহত
স্যাঁতসেঁতে
সোহাগ-কুঁচি
মরশুম ভাষাহীন
যাপন
কলোনীতে।
অন্যমন
প্রাচীন নীলরঙা খাম
মায়াঘেরা রাত
রঙচটা আবেগ, বদখত নাম
মুখোশের হাত।
কিছু স্মৃতির
টুকরো আমার কাছে
কিছুটা তোমার
আকাশভাঙা
ব্যাকুলতা আছে
জাহাজ ডোবার।
বিন্দু বিন্দু শহর
শহরের হাওয়ায়
হারানো ভালোবাসার গান
রাত বাড়লে
গেলাসে গেলাসে নীলচে অভিযোগ
আর যদি যাওয়া
যায় নন্দনকানন
উর্বশী
অপ্সরাদের ভীড়ে
নিশ্চিন্ত
জানালারা উঁকি মারে
হারিয়ে যাওয়া
অভিশাপ
নির্জন পড়ে
আছে গোপন চিলেকোঠায়
এক ছাদের
নীচে মন
মাঝে কয়েক
হাজার নক্ষত্রপাড়া
এই সব দেখে
শুনে ভাঙতে ভাঙতে
শহর অনু
পরমানুর চেয়েও ক্ষুদ্র
মাইক্রোস্কপিক
বিন্দু হয়ে আছে
তবু আজও মেঘে
মেঘে উড়ে আসে শ্রাবণ
তবু আজও গোপন
প্রেমালাপ ছুঁয়ে যায় রূপকথা।