মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

দেবাশিস মুখোপাধ্যায়



দেবাশিস মুখোপাধ্যায়

খোঁজ ১

খুন করেছো নিজেকে আর হাসছো

খরগোশ পালিয়ে গেলে

সবুজ শুকিয়ে যায়

বাগানে  নাটক প্রফুল্ল হয় না

পুরনো বাতিলের পর নতুন সহবাস
খুঁজছে





খোঁজ ২

শিশু নয় শিশুগাছ নয়

কাঁচি ছুরি গ্লাভস হাত পা আচারে

টাকা উড়ছে আর দানবের হাঁ

ডাক তার ডাক তার কেউ শুনছে না

সিং গজিয়ে উঠছে নার্সের

সেবিকার বিকারের খোঁজ পড়ছে কার !





খোঁজ ৩

বিজ্ঞাপন কতো মিথ্যা বলে

বিজ্ঞেরাও

ইঁদুর জাল কেটে সিংহ মুক্ত করলে

ইঁদুরের নতুন গেম

ইঁদারায় প্রতিবিম্ব গর্জন করছে

মাধ্যাকর্ষণ টেনে আনছে নীচের দিকে

স্বচ্ছ হয়ে যাচ্ছে অস্তিত্ব





খোঁজ ৪

অপেক্ষায় ছিল টেবিল
কফির কাপ আর কিছু না বলা
জানালার ওপারে

দৃশ্য বুঝিয়ে দিল পাখির ডানা
ফিরে আসবার অনিবার্য সময়
আর চঞ্চুতে স্বর ভালবাসার

তুমি হয়তো আমারই মতো
ভুলে আছো বিবাহবার্ষিকী

রজনী যেন চাইছে সুবাস
রজনীগন্ধার আরো তীব্র হোক





খোঁজ  ৫

চুপচাপ যন্ত্রণা নি
একটা কুকুরকে নির্দয়ভাবে মারছে কেউ

শীতের রাতে রাস্তায় পড়ে আছে
চাঁদঢাকা মানুষ

পোকা ক্রমশ জড়িয়ে জালের মহিমায়
খবরের কাগজ পাখি বিষয় ছেপে
গাছের নীচে বিছিয়ে রেখেছে

কিন্তু বাসাবাড়ির গাছ কোথায় !

শুধু শব্দে কেউ লিখছে নীড়


হারা