মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

পীতম মাইতি



পীতম মাইতি

এলোমেলো মন

এ কোন্ মাঝ সাগরে আমি ভেসে,
দুবেলা অহর্নিশ ভাবছি সর্বনেশে।
এ কোন্ মনের ভেলায় হচ্ছে অশ্রুপাত,
ভাবের ঘরে খিল পড়েছে; হঠাৎ বজ্রপাত !

ভাবছি শুধুই ,আলোছায়া স্মৃতির পথ ভুলে,
চলছে সদাই জোয়ার ভাঁটা মনের অতলে।
ভাবছি শুধুই, অষ্টপ্রহর স্বপ্নবেড়ার জালে,
দৃষ্টিগুলো এলোমেলো, ভাঙাগড়ার তালে।।
------------------------------------




গোলাপের খোঁজে

কেউ শুনছো?
মুক্তির আস্বাদে মানসী আজ বিহঙ্গ -
ডানা মেলে উড়ে গেছে অচিনপুরে,
চন্দনের প্রলেপে ঢাকা সর্বাঙ্গ।

কেউ কি শুনছো?
উষ্ণতার আলিঙ্গনে নবজাতকের পথ চেয়ে-
শেষবারের মতো ভোরের মিলনে ওঁরা,
কারা যেন প্রদীপ নিভিয়েছে তরবারির ঘায়ে।

কেউ কি শুনছো ?
ওঁদের ভালোবাসা আজ রক্তস্নাত-
রহিমের ঠোঁট ছুঁয়ে এসেছিল যে পূর্ণতা,
ভূমিষ্ঠেই সে অসহায়, ব্রাত্য

কেউ তো শোনেনি!
নিঝুম শহর ঘুমিয়ে অবিশ্বাসের চিরনিদ্রায়-
ধর্মের কল চোখ রাঙাবে  মানবতাকে,
তবু গোলাপের খোঁজে ওঁরা -
মিলিত হবে সহস্র কাঁটার মাঝে। 
--------------------------------




নেভার ফরগেট মাই নেম

যতবার ভাবি চলে যাবো;
তুমি পথ আগলে দাঁড়াও।
দুহাত ধরে কপাল ছুঁয়ে,
স্বপ্নে ফিরিয়ে নিয়ে যাও।

যতবার ভাবি চলে যাবো;
পাখিরা গেয়ে ওঠে গান।
ছেঁড়া পাতাগুলো উড়ে যায় দিগ্বিদিক,
জীবন তরঙ্গে আমি আবার শব্দযান।

যতবার ভাবি চলে যাবো;
ফেলে আসা পথের পিছুটান ডাকে,
ঘিরে থাকে স্বপ্নের মায়াজাল,
মুখোমুখি অতীত আবার জীবনস্রোতের বাঁকে।

সবশেষে;
চলেছি আজ অসীমের পথে-
তোমার সুখের পরশ সাথে।
রেখে যাবো অধরা আধখানা প্রেম,
রাতের তারারা গেয়ে যাবে-
ইউ নেভার ফরগেট মাই নেম।

(সমাপ্ত)
--------------------------------




নীলিমাকে শেষ চিঠি

বছর ঘুরে অপেক্ষার ক্লান্তি কাটিয়ে
লিখি শেষ চিঠি; অচেনা সে বিকেল।
শরতের বিদায় ঘন্টায়-
আর মেঘলা আকাশের মন খারাপে,
আমার বুকের মাঝে তখন উথাল পাতাল।

তবু, নীলিমা আপন করে নিও নতুন ঠিকানা,
কবিতা আলোকবর্ষ দূরে, সেই মুখ অতীত,অচেনা।

আমি লিখেছি হারানো গোধূলিবেলার কথা-
বেহালার অলি গলি আজ বড় একাকী,
ভিক্টরিয়ার সবুজ ঘাসে আসে নীরবতা।
অন্তরঙ্গতার বিরহে ভেসে আসে দীর্ঘশ্বাস,
এলোমেলো প্রশ্নগুলো যেন রাতজাগা পাখি।

সেবার শীতের সকালে আধখানা-
চাদরের আড়ালে ছুঁয়েছিলাম তোমার ললাট।
দোয়াতের কালিতে এঁকেছিলাম,
আমার অন্তহীন ভালোবাসার উন্মাদনা।
শিরায় শিরায় ছিল যৌবনের জলপ্রপাত।

তবু, নীলিমা আপন করে নিও নতুন ঠিকানা,
কবিতা আলোকবর্ষ দূরে, সেই মুখ অতীত অচেনা।

প্রিয়নারীর মতোই কবিতায় শব্দেরা-
আজ বোধহয় বড় অভিমানী।
গল্পের শাখা প্রশাখায় অন্দরে-
বসন্তের ঝরা পাতার মতোই-
আছে শুধু কিছু নোনা স্মৃতিকথা।

নীলিমা আপন করে নিও নতুন ঠিকানা,
কবিতা আলোকবর্ষ দূরে, সেই মুখ অতীত অচেনা।

বিশ্বাস অবিশ্বাসের পথ পেরিয়ে-
নিঃসঙ্গতার মাঝে আসুক সৃষ্টির আলোড়ন।
মনের ভিতরে জমে থাকা আঁধার সরিয়ে-
ছাতিমের গন্ধে হোক নতুনের সমাগম।

নীলিমা তুমি আপন করে নিও নতুন ঠিকানা।
--------------------------------





বিচ্ছেদ

বিচ্ছেদ আসলে ভালোবাসার শূন্যতা,
শরীর মন দুইয়ের মাঝে চোরাবালিতে-
খানিক ভেসে থাকা-
বুঝে নেওয়া নিজের হৃদয়ের দুর্বলতা।

বিচ্ছেদ আসলে সেই রুক্ষতা,
ভাবনার ব্যাকুলতা হারিয়ে-
শুধু কিছু শব্দের প্রাণহীন পথচলা-
সবশেষে থাকে অন্তহীন নীরবতা।