কোয়েলী ঘোষ
১
ধরে
রাখো
যেমন
নিবিড় করে রাখে অরণ্য আর মাটি ।
মেঘ
উড়ে যেতে চায় ,আকাশের গায় ।
তেমনি
করে ,
ঠিক
তেমনই ভাসিয়ে দিও ,
ও
বিরহী প্রেম ।
২
মহাকাল
সব গ্রাস করে নিতে চায়
ঘুরে
চলে অনন্তের চাকা
তুমি
বা ছুটেছ কোথায় ?
এইখানে
শান্ত হয়ে বসো , হৃদয়
ছুঁয়ে
যাক প্রেম ।
৩
কতকাল
ভালবাসোনি
মৃত্যু আর ধবংসের মুখোমুখি দাঁড়িয়ে ,
অর্ধস্ফুট
প্রেম ,পাপড়ি মেলো
উন্মুক্ত
হৃদয় বিশ্বঘরে ।
৪
তবুও
থেকে গেছি আমি
বিষণ্ণ
দীর্ঘ সময় ,
শীতের
রুক্ষ হাওয়া বয়ে যায় ,
নরম
উলে বুনছি ভালবাসা
কুরুশ
কাঁটায় ,আগামীর জন্য ।
৫
মৃত্যু
আসবে জানি
তার
আগে হও সমাহিত ,
দগ্ধ
তৃষিত প্রেমিক হৃদয়
মাথা
রাখো স্নিগ্ধ ক্রোড়ে ,
মৃত্যু
এসো সুন্দর্ ,এসো
তোমার
অপেক্ষায় দীর্ঘ দিন ।