মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

ইন্দ্রাণী সরকার



ইন্দ্রাণী সরকার

ভেজা স্বরলিপি
===============================
মন ভাঙার শব্দ পিনপতন নীরবতার থেকেও মুখর ।

ভাঙা কলসী জোড়া লাগিয়ে মেঘেদের শালীন হেঁটে যাওয়া

যেমন ভাবে একদিন শকুন্তলা হারিয়ে যায় হরিণ পথ ধরে ।

মায়াবী রঙের জলছবি এখনো দেবদারুর পাতায় পাতায়

শিউরে ওঠা ভালো লাগা, এ ভাবেই ভেসে যায় বৃষ্টিছায়া

ভেজা ভেজা খাতার স্বরলিপি কথাগুলো মুখর হয়নি কখনো ।





অন্তহীন পরিক্রমা
=====================

যখন প্রেম ও ভালোবাসার পার্থক্য নিয়ে

অনেক আলাপ আলোচনা চলে তখন

দুপুরগুলো আকাশকুসুম ভাবনায় কেটে যায় ।

অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়

এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়

গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে ।

আলো বস্তুত আঁধারেরই এক রূপান্তর

আমাদের সঞ্চয়গুলি সামুদ্রিক হাঁসের মত

মগ্ন সাঁতারে সমুদ্রতীর পরিক্রমা করতে থাকে ।






ভাবনায় ভাবনায়
===========================

তোমায় ভেবে ভেবে সারাটা রাত কেমন করে যায়?

আমার ঘুমটাও কি তুমি নিয়ে গেলে?

এক অচেনা শহরে মনটা ছুটে যায়

মন কাকে খুঁজে বেড়ায় বুঝি না ।

একা একা হয়রান হয়ে যাই ।



তুমি আমার সেই স্বপ্নের রাজপুত্তুর যে বারে বারে

সামনে এসে দাঁড়াও আর কি যে বলো ?

এত বিশাল জায়গায় আমি যে

ভয় পেয়ে যাই একা একা

শুধু তোমায় ভেবে ভেবে ।



রাতের আকাশে তারার মালা ভেসে ভেসে যায়

তুমি এলে তোমার গলায় পড়াব বলে

রাতের আঁধারে আমার চোখদুটি

ভেসে যায় তোমার অপেক্ষায়

তুমি কি আসবে আজ হেথায় ?



আজকাল বড্ড বেশি মনে পড়ে তোমাকে যেন

বড্ড বেশি মনে পড়ে কোমল মায়ায়

ঘোর লাগা অন্ধকারে রোজ বিহনে

বড্ড বেশি মনে পড়ে স্বপ্নকথা


দেখা না দেখার কল্পরেখায় ।






স্বপ্নের ঘোরে
=========================


স্বপ্নের ঘোরে এই মন কেমন করা মেঘলা দিনে
মাঝে মাঝেই তোমায় ভাবি
জানলা দিয়ে ভিজে মাঠের দিকে তাকিয়ে
মনে হয় এই বুঝি তুমি এলে
অন্যমনস্ক, এলোমেলো চুল হওয়ায় ওড়ে
সাবধানী পা ফেলে ফেলে মুখ নিচু করে চলো।
তুমি হয়ত: আমার কথা ভেবেই হেঁটে আসো
সারা শরীরে যেন তোমার মেঘের নিবিড় ছায়া
হয়ত: তুমি হারিয়ে যাবে আর খুঁজে পাবো না
অপেক্ষায় থেকে থেকে দেখি কেউ তএলো না !
চেয়ে চেয়ে ভাবি কেন এমন হয় না একদিন
তুমি স্বপ্নের ঘোরে বাড়ির পাশটুকু দিয়ে হেঁটে যাও।






চলে যাওয়া
============================

যখন পাশে কেউ থাকবে না তখন তোমায় খুঁজে নেব

এই যে তুমি একাগ্র আজীবন অপেক্ষায় থাকো

একদিন না দেখলে দু চোখে জল ভরে আসে ।

একদিন রামধনু আঁকা আকাশের নীচে

তোমায় রূপকথার গল্প শোনাবো,

একদিন জোছনা আলোকিত রাতে তোমার

চোখের ভাষার সব সৌন্দর্য্য জেনে নেব,

আকাশের হলুদ ছায়ায় তোমার স্মৃতি লিখে যাব ।

তারপর চলে যাব অনেক দূর ।

তুমি ঘুম ভেঙে জানবে অবাক

তোমার আমি তোমার কাছে সবটুকু জমা রেখে



চলে গেছি পথ প্রান্তর পেরিয়ে ভিন্ন কোনো লোকে  ।