মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭

সুকান্ত মজুমদার




সুকান্ত মজুমদার

আষ্টেপৃষ্ঠে তুমি

প্রগাঢ় পরর্মার্থিক সৌম্য শান্তি
তোমার চিরন্তন ছুয়ে যাওয়া
অর্জিত অসামর্থ্যের অনুলিখন
সীমানা সীমিতের মিমাংসা।
বিষাদ উপত্যকার বালুচর-
দুমুঠো সুখ বপন করি
ভীষণ রিতি নীতি আষ্টেপৃষ্ঠে,
অকাতরে আত্মতুষ্টির সম্ভ্রমে
সাজানো আমিতে তুমি
এমনি অসাবধানী অনিবার্যতা
সুখ ও দুখ মিশ্রণের উপসংহার।






শিহরণ তুমি

জানালা এপারে অস্বচ্ছ জীবন
ওধারে শিউলি ঝরা স্বচ্ছ শিহরণ
তুমি অহর্নিশ মুক্তি প্রদর্শিত
তোমায় নিয়ে ঘর করি
একরোখা পরমা সুন্দরী -
আনমনা চির উদাসী অবিন্যস্ত
অযাচিত প্রণয়ের উদ্ধত্য বাসুরি,
রাত জাগা প্রণয়ীর বিষাদ সুর
মৃত প্রশ্নের নিরুত্তর চির প্রস্থান।





সারাবেলা তুমি

বিহ্বল ছায়া মাখা পথ
শিশু স্বপ্নগুলি উলঙ্গ নিভৃতে
খেলেচলে আত্মিক বিস্ময়ে,
অযাচিত অন্ধকার একরোখা
সকালে সন্ধ্যা হয়ে আমায়
ছুয়ে যাওয়া, মুছে নেওয়া -
সবুজ মনে বনানী বিনম্র বাতাস
জোৎস্না পুলক সম্বলিত মায়া
একাংশে অবিচল জীবনী
নিজের মতন সাজানো সাহস
তোমার স্মরণ বিহ্বলে
উবে যায় কর্পূর সম সহাস্যে।
    





অদম্য তুমি

শূণ্য নিয়ে শূণ্যতা পূরনে
শুধুই সন্ধিহান প্রেম ও পূজা
আছিল ভরা আমন্ত্রণ প্রতিপদে
ছলনা ছলছল সারাবেলা
দুয়ারে দাড়িয়ে অমীমাংসিত
আক্ষেপ অনুরাগ
অভিসার উন্মুখ গহন রাত
মিছে পিছুটান সম্পর্কের বাতায়ন।






জীবনের বুকে তুমি

এখনো পূর্ণ হয়নি নদীগুলো
রঙিন বাসনার মাছগুলি পানসী
হতে চায় খেয়ালী বাতাসের যৌবনে,
মাছরাঙা মন অহংকারের রৌদ্রে
সুনামের উৎস খুজছে জলে
বিবশ স্বার্থপরতা আনমনা -
সুখ বিলাসী একশৃঙ্গ গন্ডার
খুবলে নিচ্ছে আত্মতুষ্টির ঘাস,
দিন ব্যাপী কোলাহল সময় মন্থন
পেচকের ইঙ্গিতে রাত জাগে
জীবনের বুকে অতৃপ্তির আদরে
শুয়ে আছ দেখি নিদ্রা ভানে
নিজের ভাবনার অবকাশে
আবশ্যক অযাচিত লগ্নে
আমায় নিয়ে যাবেই যাবে এইভেবে।


       ...........*.......