বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

মন্দিরা ঘোষ


মন্দিরা ঘোষ

খুঁজতে খুঁজতে

আগুন রাখি
 জলের ওপর

বৃষ্টি আমার
চোখের তারায়

হাতের ভিতর
 হাত সরে যায়

চোখের ভিতর
 অনেকটা পথ

তোমার আমার
ভালবাসার

লালন পালন
অনেকখানি

এখন শুধুই
চোখের তারায়

অভিমানের
স্তরকে বাড়ায়







মি টু'র উপপাদ্য

অবাধ্য ঘুম যখন সাইকেডেলিকে  মগ্ন
 মি টু 'র ক্লিভেজ সংক্রান্ত উপপাদ্য
ট্রাফিক সিগন্যাল আঁকা সড়ক
 থেকে ছিটকে যায় নয়নজুলিতে

আন্তরিকতায় খুলে পড়ে বাহুল্যের ফুলস্টপ
যেগুলি দ্বিধাগ্রস্থ সহৃদয়তার ভ্রমণপথ

আসলে প্রতিবাদ  হল
 শোবারঘরের লোনা অভ্যেস
যেগুলি  বাষ্পীভূত হয়ে যায়
চৌকাঠ পেরোলেই

ডিভানের ওপর গতানুগতিক অভ্যেস
হাত বাড়ালে
 স্বয়ংক্রিয় খেলনা হয়ে ওঠে শরীর
আর ঘুম থেকে মুছে যায় পূর্বজ
প্রশ্রয়ের স্নায়বিক ত্রিভুজ







ভাগ

এপার ওপার দুটি মুখ
সীমানার হাত গুলি বাঁধা
বৃষ্টি ও ভাগ হয় মুখের আদলে
কার মেঘে কতটুকু ব্যথা

সায় নেই ভাষা নেই
জলের ধর্মে সয়ে থাকা
ভাগ হয় দেশ নয় জমি নয়
 মানুষের গাছেদের
বুকের জমাট  নীরবতা








ট্র্যাজিক

শুধু অসহায়তার  প্রশ্রয়টুকুই
শহরগ্রস্থ  জানলার উৎসুক থেকে
একে একে উড়ে যায়
আহত মথের মিছিল

জিজ্ঞাসা ছুঁড়ে দেওয়া প্রতি শব্দে
অচেনা গল্পের ইঙ্গিত
চেনা বুদ্বুদ ভেঙে
লেখা হয় ট্র্যাজিক উপন্যাস

একটি আত্মমৃত্যুর অন্তিমে
বিষণ্নতার শেষ অক্ষরে
কান্নার এলোমেলো ঝড়








বসন্তে,হলুদ পাতাটি

শান্ত হলুদ পাতাটি । পড়ে আছে মাটিতে।
বসন্তের পূর্বাভাসটি যেন পৌঁছে গেছে  তার কানে সবার আগে !তাকে জায়গা দেবে বলে  নিজেকে ছিন্ন করেছে নিজেই!অথবা সমস্ত প্রেমিকের চুম্বনের রং ধরার
স্থান অকুলান বুঝি আজ!

মাটির ওপর তার ভাবটি এমন যেন মাটিই  তার সব!পাটকিলে রঙ দিয়ে সাজিয়ে রেখেছে তার ভূমিকার আঁচল...
এতদিন  সে অতিথি সেজেছে সবুজের  ঘরে ...আজ যেন তার চিরকালের অবসর  বিলিয়ে দিতে এসেছে মাটির মায়ায় ......

সে-ই মেয়েটি যে বসন্তের মনখারাপ  লিখে রাখে পলাশের ডালে ,তার কাছে  উড়ে উড়ে  মনকেমনের রঙ চেয়ে নেয়, যেন  ভারটি তার নিজের ...

ওই দূরে যে তিরতির বাতাসের মত হালকা নদী ,জলের ভেতর থেকে উঁকি মারে পাতলা  বালির চিবুক, তার চিকমিক শরীরের অহংকার মাটিকে নস্যাৎ করে মাথা তোলে ,...হলুদ পাতাটি যেন তারও  চিবুকের সুগন্ধ চেয়ে নিয়ে মিলিয়ে দিতে চায় মাটির ঠোঁটে..   যেন তাদের  গভীরের সংলাপ হবার সাধ জেগেছে আজ!...

আর বসন্তের আগুন শ্বাসে  যখন এলোমেলো হয় সব হিসেব , তখন  একাকী হলুদপাতা ভা স তে ভা স তে চলে যায় অন্য কোনো ঠিকানায়...
সে বড় অন্যরকম....সেখানে  আলোর আদর নেই, বালির বন্ধুতা নেই ,প্রেমিকের দীর্ঘ চুম্বনের অহংকার নেই ...চারপাশের খাঁ খাঁ শূন্যতার চাদর ঢেকে দ্যায় পাতাটির হলুদ অবকাশ.......