বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

রাহুল গাঙ্গুলী


রাহুল গাঙ্গুলী

খানিকটা অন্যরকম / দৃশ্যহীন মানে

১)১

জানি ~ যতোক্ষন চাটলে
তোমারই সীমান্তে : জৈব যাযাবর
পড়ে থাকে।পোড়া ফসল





২)১

সময় চাইলেই ~ হবে
হতেই হবে সর্বনাশ
ক্ষমা করি দিন।রাতটুকু কিন্তু ____





৩)১

বিচ্ছিন্ন হিসেব
গরমিল অঙ্কটায় ~ স্বাদহীন দুজনেই
নোনো হলে : ঝলসাবোই ঝলসাবো





৪)১

মেঘ নেই।ঘরোয়া আবহাওয়া
আপতত আপত্তিকর নেগেটিভ
জেনে রেখো ~ ওগুলো জলে খেলে





৫)১

মসৃণ রেখা
দাগিয়ে রেখো ~ আকাশ & মাটি
মিশলেই সরাসরি চুমু।চাই না আর ____





৬)১

অভ্যন্তরীণ অভ্যাস
উঃফ।চাপ বাড়লেই গোলাপের ক্লিটোরিস
এখনো নিঃসঙ্গতায় ভোগে।বিকেলের ডায়রি





৭)১

অনুরনিত হচ্ছো ~ অতএব
কিঞ্চিত শব্দটার কুচিকুচি
নষ্ট মেঘের ঘাম ____ স্বাভাবিক তাপমাত্রা?





৮)১

বিষাদের সিলমোহর ~ হেই রিক্সা
সেই তুমি পড়ছো ____ ওলোটপালোট
তাতে কি? ঘুম নেই।প্রজাপতি।বয়েই গেছে