ফিরোজ
আখতার
যা... তবে উড়ে যা
|
১ |
সেদিন রাতে চুপিচুপি আমার
দীঘিপ্রেমিকা'র কাছে যাই
শানবাঁধানো ঘাট
ছলছল জল
কলমীশাক আর শালুক পাতা
অভিমানে মুখ ঘুরিয়ে নেয়
স্পষ্ট শুনতে পাই দীঘি'র ফোঁপানি
অালতো হাত ডুবিয়ে দেই
তার চোখের জলে
|
২ |
যেদিন আমার প্রেমিকা
ডানা মেলে উড়ে গেছিল
আমিও ঝুলবারান্দা'র শান
হয়েছিলাম
|
৩ |
তোমার ঠোঁটে লেগে থাকা শিমূল
তুলো
তর্জনী আর বৃদ্ধাঙ্গুলী দিয়ে
তুলে নেই অালতো
থরথর কাঁপে তোমার অধর
আমি মনে মনে বলি
মরতে চাই, মরতে চাই
|
৪ |
কোথায় যেন বাজ পড়লো...
শেষ বসন্তের ডাক আসে
তোমার নাভিমূল থেকে
চারিপাশে অতৃপ্ত বালিয়াড়ি
|
৫ |
প্রেমিককে নদ হলেই মানায় ভালো
ভাসিয়ে নিয়ে যাবে
প্রেমিকা'র দু'কূল