বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

শাহানারা ঝরনা


শাহানারা ঝরনা

বস্তুতঃ আমাদের

সময় বয়ে যায়, স্বপ্নেরা বিমূর্ত সারাক্ষণ
আমরা পুতুল মানুষ 
ফুলবতী দিনকে নিয়ে মায়াবী জীবন বাঁধি
দেবাত্মা কিংবা পরমাত্মার ভেতর
আনন্দকে কোলাজ করি বারবার
কখনো স্বপ্নের হাত ধরে ঋতুবাড়ি যাই
 দৈববাণীর বাতাসে দুলে দুলেই করি
নিষিদ্ধ বনিবনার ঘর গেরস্থালী
কুশলি মানুষগুলো পরম্পরার হাত ধরে না
মতিভ্রম নিয়ে কেউ হারিয়ে যায়
কেউ বা আগুন চোখে গোণে
শতাব্দীর আয়ুরেখা  
বস্তুতঃ আমাদের বিবেক বাড়িটাই অসংগতি ভরা,
যেখানে প্রতিদিনই রক্তাক্ত হয় মানবতা
এবং আমরাই কথা খেলাপির কাঠগড়ায় দাঁড়াই
অথচ কোন জবাবদিহি করি না,,
  ভাসমান অপশক্তি
  চলমান জিঘাংসা
  সীমাহীন লালসার গুমঘর,,,,
কি নেই আমাদের! 
 অদ্ভুত নৈরাজ্যতা ঘিরে আছে চারপাশ,
আমরা ঘুমিয়ে আছি পাপেট বিছানায়








চেতনার আদালতে

চেতনার আদালতে বাজে অশুভ ঘন্টাধ্বনি
জ্যামিতিক অনিয়ম নিয়ে
কোথায় ভেসে চলেছি জানি না   
করি না  মনগত সৌহার্দের পুঁথিপাঠ
বুকের ভেতর জ্বলে স্বপ্নের আগুন
পরমায়ু চিনে চিনে আগুনই চিরকাল
গতিশীল হয়    
মানুষ বোঝে না  তার নীতিগত কারিকুলাম
 ছন্দে, গন্ধে,  আনন্দে, বিষাদে 
এতকিছুর রূপান্তরিত প্রতিচ্ছবি দেখি,,
অথচ মননের ভেতর বাহিরে করি না
মনুষত্বের রূপায়ন
 কাল মহাকাল সঞ্চিত রাখে ইতিহাস
ঝরে যায় ইচ্ছেমহলের নয়নতারা ফুল
বিকশিত সময়ের ব্যস্ততা নিয়ে
পুরোহিত ভাবনাগুলো আঁধারেই মিশে যায়
অবাক দর্শন নিয়ে মধ্যপথে দাঁড়িয়ে থাকি একা!!








বহুমুখী বলয়ে বাঁধা

অস্তিত্বের বিরোধ নিয়ে যেদিকে তাকাই
চোখে ভাসে বিপ্লবের ছবি,
বিপ্লবই যুগে যুগে দায়বদ্ধতার আবেশ জাগায়,
ঘোরলাগা দিনপঞ্জির মাঝে
এটাই হয়ে যায় বিশ্বস্ত সহচর
চেতনার নোটিফিকেশন নিয়েও তাই
কোন ভাবান্তর ঘটে না,
চিরায়ত বিশ্বাসগুলোই
কসময় বাঁধা পড়ে যায় বহুমুখী জীবন বলয়ে,
 আমরা হয়ে উঠি মুখোশের রূপকার
মৌসুমি পরম্পরার পরিক্রমা নিয়ে
এভাবেই চলছি চিরকাল, 
গতিশীল চেতনাকে শানিত করতে যতোই কৌশলি হই,
ইচ্ছেরা দেবতা-অনুরাগেই নামতা পড়ে,
আমিত্ব হারিয়ে যায় আবেগের লোনাজলে









যাপিত জীবনের পান্ডুলিপি

নীল ছোঁয়া দুটি চোখ,
দৃষ্টিজলে সাঁতার কাটে উড়াল পাখিদল,
স্মৃতি নিয়ে মন বাড়িতে নাচে ইচ্ছের বুনোমেঘ
মেঘেরাও ব্যস্ততা বোঝে
যখন ভাঁজভাঙা দিন মায়াবতী হয়
স্বপ্নের স্বরলিপি নিয়ে আমিও দলছুট হই
ইচ্ছের স্বতন্ত্রধারায় করি আমাকে বিভাজন
যায়াবর আখ্যানস্রোতে স্মৃতিরা ভাসে
ঝাপসা হয়ে যায় যাপিত জীবনের পান্ডুলিপি,
নীরস কোন নীতিবাগীশও বোঝেন
সবকিছুরই সময়ান্তর হয়,
বিবেকের ঘাটে বসে
আমরাই করি তার মৌসুম পারাপার









দিনের আয়নায় ভাসে

দুঃসময়ের ফ্রেমে বন্দী শতরূপা দিন,
দিনের আয়নায় ভাসে স্বজনের ছবি
আমরা স্মৃতিময় জীবনের মালিক
অথচ মালিকানার হিসেব বুঝি না
বিজোড় বসতির ভেতর গতিবিধিকেই কোলাজ করি,
করি না সমঝোতার সুষম বন্টন 
একক,যৌথ কিংবা দলীয় পরিমাপ
সেলুলয়েড মননের গভীরতা বাড়ায় --
বাড়ায় না শুধু ব্যাকুলতা ভরা ভালবাসার পরিধি