সোমবার, ২১ মে, ২০১৮

অনিন্দিতা বসু সান্যাল




অনিন্দিতা বসু সান্যাল

নাকচ করার আগে, তোমাদের বলছি

যে সুড়ঙ্গ তোমায়
পৃথিবী চেনালো
সে রমণীকে চিনে রেখেছিলে?
বয়সী দিনের চাকায় ঘুরে ঘুরে তুমি
ভুবনের কালো পাঁকে পা ঢেকেছিলে

যে যান্ত্রিক পুরুষে উল্লাসে তোমার
শিশ্ন দোলে, তার অভিঘাতে
দেখেছ কি সুড়ঙ্গ নির্গত লাভা
ধিকিধিকি জ্বলে

অঙ্গ-লোভী অন্ধ কামনায়
চুরাশিটা নরকের দ্বার খুলে নিলে
বেশরম-বেহায়াও
লজ্জায় চোখ বুজে ছিল
তোমার চোখেতে দুনিয়া
কেবলই যোনিবৎ
ছিঁড়ে ফেল সতীচ্ছদ
নির্মম মর্টারে

সতর্ক হও পুরুষ
এখনও সময় আছে
ভালবাসার ফুলে ঢেকে যাক
স্খলিত কামনার সহিংস মুখ
নইলে, ‘মাবলে ডাকো যাকে
সে রমণীরা সুড়ঙ্গের দ্বার বন্ধ করে
তোমাদেরও নাকচ করতে পারে