সোমবার, ২১ মে, ২০১৮

রাজশ্রী ব্যানার্জী



রাজশ্রী ব্যানার্জী

খান্ডব দাহন

জন্ম দিতে চাইবে না আর কোন কন্যা সন্তান, কোন মাতৃগর্ভ
নরম মাংসে উল্লাস, উতসব, পাতকের দল
ওরা শুধু চিনেছে লিঙ্গ, হোক না শৈশব
আকাঙ্ক্ষার সংক্রমণ একা কিংবা দলবদ্ধ
হায়নার মত দাঁত, নখ, অবয়ব শুধু মানুষের
লালসা উগড়ে দেওয়া, শারীরিক ভাষা
ওদের দাঁতে নখে লেগে থাকা কামনা, খুঁজে চলেছে শরীর
ছোট্ট যে শিশু ক্রমে বাড়ছে, তাকেও চাখছে লোভী চোখ
তার শরীরে ঢেউ বাড়ছে, ফুটছে রক্ত
কবে ছিঁড়ে খুঁড়ে খাবে, কিশলয় ভোজ
আদিম সত্তা, ছড়াচ্ছে দাবানল হয়ে
গ্রাস করছে ফসল, ছাই জমছে,হচ্ছে স্তূপ
রক্তের পরিখা কালচে ধরেছে, কালশিটে সভ্যতার মুখে,শরীরে
প্রাগৈতিহাসিক যুগে প্রত্তাবর্তন,গুহা দানবেরা বেড়িয়ে এসেছে
সংযত না হলে, এবার ত্রিনয়ন উন্মিলিত হবে
একে একে খসে পরবেঅংগ উপাঙ্গ
আর বেশি দেরী নেই, রেনেসাঁসের
এবার খান্ডব দাহন,
                             প্রস্তুত হও পাতকের দল।।