সোমবার, ২১ মে, ২০১৮

ঝুমা মল্লিক


ঝুমা মল্লিক

আজও মোমবাতি জ্বলছে

লাল জামা ভিজে গেছে লাল রক্তে
নদীর পাশে ওই ঝোঁপটায় দেখা যাচ্ছে
ঈশানী নামের মেয়েটি নিশ্চিন্তে
ঘুমিয়ে আছে লতা পাতায় সবুজের কোলে
চোখে মুখে নেই কোন শোক
যতসব দুঃখ  ভিজে গেছে  রক্তে।
কিশোরী মেয়েটিকে ও রেহাই দেয়নি  অমানুষ গুলো ।
ছিড়ে খেয়েছে ওর শরীর, পূর্ণ করেছে কামনা ।
মেয়েটি ঘুমিয়েছে, লোকজন ঘিরেছে ওকে।
শরীর দেখছে সবাই যন্ত্রণা মাপছে না কেউ।
মেয়েটির শরীর এখন পোস্টমর্টেম হবে।
তারপর সবটাই শেষ ওই আগুনে
এরপর শোকসভা হবে, মোমবাতি জ্বলবে ।
শাস্তির দাবি উঠবে ।
শাস্তি হোক, শাস্তি হোক
ওদের ও জীবন্ত পোস্টমর্টেম হোক ।