সোমবার, ২১ মে, ২০১৮

সুনন্দ মন্ডল


সুনন্দ মন্ডল

ত্রস্ত নীলিমা ও আগামী

বিবেকের চচ্চড়ি খেয়ে
                    বসে আছি নদীতটে!
                           মাঝি নৌকা ভেড়ায় ঘাম মুছে।

সমাজের অজীর্ণ দেয়ালে
        পিঠ ঠেকে গিয়েছে।
              আঠার মতো লেপ্টে আছে পা
                    মাটির তলায় জমিটুকু ফুরিয়ে এসেছে।

সময়ের ঘরে মেঘ জমেছে কালো
              দন্ডধারী শাসনের পিন্ডি চটকাচ্ছে ।
নিস্তব্ধ থমথমে পরিবেশ
              বাতাস তার স্বাধীন শব্দ ভুলতে বসেছে।

পাখিদের গান যেন কর্কশ
              লোকের মুখেও মিষ্টি নেই।
               
                      তটস্থ প্রাণ
              ওষ্ঠাগত, ত্রস্ত নীলিমা।
             
সবুজ সংকেত জ্বালাতে মুছে ফেলা হোক
       সংকীর্ণ রাজনীতির পাণ্ডাদের-
               রক্তচক্ষুময় ঝান্ডা।

             আগামীতে হাসবে শিশু,
     আসবে আলো, ভাসবে কাগজ-নৌকা।
                  ---------------------