সোমবার, ২১ মে, ২০১৮

সামসুন্নাহার ফারুক


সামসুন্নাহার ফারুক

মেয়েদের ফুল কুড়াতে নেই

নিশ্চল পড়ে ছিল মেয়েটি
কাদা মাটি মেখে
শেফালীরা ঢেকে দিয়েছিল
ছোট্ট শরীরটা
তবে কি ফুল কুড়াতেই মেয়ে
ভুল করেছিল ?

মেয়েদের এখন .. .
কৈশোর তারুণ্য থাকতে নেই
স্বাধীনতার শব্দগুলো উচ্চারণ
কোরতে নেই
বিশুদ্ধ অক্সিজেনে শ্বাস
নিতে নেই
সমাজ বেঁধে দেওয়া
নির্দিষ্ট গন্ডীর বাইরে
যেতে নেই

ঈশ্বর কানে তালা লাগিয়ে
বসে আছেন কি না জানি না
তবে  . ..
আমি আর এতসব
নিতে পারছি না
"নিরাপত্তা"নামক শব্দটি
উইকিপিডিয়া থেকে
তুলে দিতে চাই
কেমন হয় বলুন তো ?