দেবযানী বসু
ময়নাদের তদন্ত
মূলাধারে গু ও মুত
পাওয়া যায় নি
পাওয়া গেছে
সহস্রারে অমৃত বীর্য
জমি ও নারী সমার্থক
দ্বন্দ্ব সমাস
স্থানীয় সংবাদে
ধর্ষণ তিন মাস পরে ভাসে জলডোবা শব
সমস্ত নদীর স্রোত
থমকায় উল্টো ও চিত নারীশবে
বৈতরণী পার হয়
ধার্মিক ধর্ষিতা শবের ভেলায়
আসিফার ঘোড়ারা
মালকিন ফিরে চায়
বোকা ঘোড়াদের
সঙ্গে চিঁহি হিঁহি করি
প্রান্তরে চতুর
মাড়ি দেখায় ধর্মের জিরাফ