সোমবার, ২১ মে, ২০১৮

শিল্পী গঙ্গোপাধ্যায়


শিল্পী গঙ্গোপাধ্যায়

শক্তি-স্বরূপ


ও আমার চম্পা, বকুল

ও আমার হাস্নুহানা

ও আমার পদ্ম,গোলাপ

ও আমার সন্ধ্যাতারা...

তোরা তো ফুলই শুধু

ফুলেরও জাত থাকে কি!

কীটেরা কাটলো বুঝি

ফুল হয়ে ফোটার আগেই?

         

সাহিদা কিংবা সোহাগ

শ্যামলী কিংবা জিনাত

তোরা তো শুধুই শিশু

শিশুদের জাত কি রে ভাই!

কথাটা জাত নিয়ে নয়

ব্যথাটা যন্ত্রণাতে,

মুকুলেই ঝরলি তোরা

এ ব্যথা রাখব কোথায়?



ওরা কি পুরুষ নাকি!

ওরা কি পশুও নাকি?

ওরা তো শুধুই কামুক

ওরা তো নষ্ট মানুষ ...



ফিরে আয় মাটির বুকে

মাটির ঐ সহিষ্ণুতা

চাপা থাক বুকের ভেতর,

ফিরে আয় শক্তি হয়ে

পুরুষে শ্রদ্ধা থাকুক

প্রতিবাদ গর্জে উঠুক

তরোয়াল ঝলসে উঠুক ...

         

ওরা তো এবার বুঝুক

আমরাই শক্তি রূপী

আমরাই দুর্গা স্বরূপ

আমরাই দুর্গা স্বরূপ ।।