দেলওয়ার হোসেন
রাজহাঁস
গোলাপির সাদা
রাজহাঁস
সন্ধ্যা
অন্ধকারে মিলে গেলেও কারো চোখে পড়েনা।
বিধবা বিমলা
ধানখালি মাঠে গরুর গোধূলি রঙা ক্ষুরে
গোলাপির বাবার
মুখচ্ছবি দেখে !
গোলাপির সাদা
রাজহাঁস চোখে পড়েনা।
শুধু পাড়ার
উঠতি শিকারি খুঁজে পায়
রাজহাঁস খোঁজা
নগ্ন চোখ !
পরদিন ভোর হয়
রাজহাঁসের ইতস্থ ছড়ানো ছিটানো পালকে
পৃথিবী জানে,
শিয়াল-খাটাসের বসবাস
তার বুকে কত নির্বিঘ্ন!
কেউ আর কোন দিন
জানে না
কেউ বুঝতেও
পারে না গোলাপিদের পোষা রাজহাঁস
কত সঙ্গোপনে
শিকার হয়!
বিধবা বিমলাদের
অনেক কিছুই মানতে হয়
তাই মেয়েকে বুকে নিয়ে চুপসে যায়- মানুষ জানবে
!