সোমবার, ২১ মে, ২০১৮

কৃষ্ণেন্দু দাসঠাকুর


কৃষ্ণেন্দু দাসঠাকুর

ভারতের সংগ্রহশালা

প্রর্দশন শালা--স্তরে স্তরে সাজানো উৎকৃষ্ট কিছু নির্দশন
আজ শেষসময়ে মা আর তার পুরুষ সন্তান
স্কুল, টিউশন শিক্ষক, নিশপিশে হাত, শ্রেণীহীন অবুঝ স্কার্ট
সৎ বাবা, স্বামীর বন্ধু,  শ্বশুর টুকরো টুকরো শাড়ীর আঁচল
যৌনাঙ্গ বলে কিছু আছে জানে না। সেই পাগলীটা মা
চকলেট,বন্ধু-লিফট, ত্রিশুল,শরিয়ত --বিবর্ণ রক্তের ছাপ
চলন্ত বাস, ট্রেন,প্রেমের গায়ে লেপ্টে ধর্ষণের দৃঢ় চিহ্ন
আর একটি মাত্র সেলফ ফাঁকা।
ছেলেটি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো,
মা আলতো নিজের পেট ছুঁয়ে--
                     'ওটা তোর আর আমার জন্য রাখা আছে'
লাইভ ব্রডকাস্টিং --শ'য়ে শ'য়ে মোমবাতি হেঁটে চলেছে
ধোঁয়ার কুণ্ডলীর মতো ধর্ম আর নানান রঙ
                                      আকাশের বুক খামচে ধরছে 
ক্রমাগত লালা ঝরছে বুম আর ক্যামেরার গা থেকে
মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রী উষ্ণতায় ব্রাউন ফাইল
কালো কাপড়ের ব্যান খাওয়া ব্লগার-- তীব্র ভৎসনায়
জেনারেশন নেক্সট ভয়ংকর আক্রোশে--
                                            ডিপি চেঞ্জড করে ফেলে