রত্নদীপা দে ঘোষ
আমার নগ্নতা
জন্ম নিলে
স্রেফ একটি যোনি হ’য়ে জন্মাবো
চোখ মুখ নাক
হাত পা কিছুই থাকবে না
মগজ মস্তিষ্ক
ধূসর কাব্যকণা কিছুই না
যোনির মাঝখানে
শুধু একটি গর্ত
গর্তের শুরু
থেকে একটি চেরা দাগ
দাগের জিভটি
চাটতে চাটতে
ফ্যাদা মানেই
উৎস আলোর
ফ্যাদাই জীবনের
মিহিদানা একমাত্র
জানানো হবে
আমাদের আর
আমাদের শেখানো
হবে মাসিকের রক্ত...
মগজ মস্তিষ্ক
ধূসর কোষকাব্য কিছুটি না
আমাদের রক্তের
কোনো দাগই থাকবে না।