সোমবার, ২১ মে, ২০১৮

তনুজা চক্রবর্তী


তনুজা চক্রবর্তী

কলম বলছে

ভালো বাসতে পারনি, পুরুষ--
কচি পাতার সবুজ রঙটা কে,
বৃন্তচ্যুত করার আগে, ভুলে ছিলে
সে তোমারই ঔরস জাত,
কামনার সৃষ্টি---
দেখনি তার অবয়বে শিল্পীর তুলিটা,
কি নিখুঁত স্পর্শে ললিত কলার শ্রেষ্ঠত্ব,
ধরে রাখতে চেয়েছে---
হাতের মুঠোয় কচলানো, সৌন্দর্যের রস
সারা শরীরটাকে ঘৃণায় ভরে দিল!
তবুও ভাবাতে পারল না,
নারী শব্দ শুধুই যোনিতে নয়, স্তনে নয় !
জন্মদাত্রী,সহোদরা,ভার্যায়
ঘোরাফেরা করে দৈনিক ---
পুরুষ শব্দের আভিজাত্য,
সিংহের কেশর ময়ূরের পেখম ভুলেছে--
যোনির রক্তে নিজেকে চেনাচ্ছে,ভাসাচ্ছে
জানতে চাইছে না, চেষ্টাও করছে না বোঝার!
সে অপরাধ কার? কলম শুধু বলছে
তোমার আমার সবার----