সোমবার, ২১ মে, ২০১৮

শাশ্বতী সরকার


শাশ্বতী সরকার

হুঁশিয়ার

একদিন সৃষ্টির জন্য ভালবেসে তোমার দাসী হয়েছিলাম

বহির্জগতে তোমায় দিলাম স্বাধীনতা

অন্দর গোছাবার ভার নিলাম আমি

কিন্তু সেই ভালবাসাকে তুমি ভাবলে দুর্বলতা

যুগ যুগ ধরে চালিয়ে এলে ক্ষমতার ধর্ষণলীলা

ক্রমে অনুভব করলাম আর দাসত্ব নয়

স্বাধীনতার পতাকা এবার নিজের হাতে তুলে নিতে হবে

তাই সৃষ্টির কাজ অগ্রাহ্য করে আমরা

এগিয়ে চলেছি যাবতীয় জয়যাত্রায়

তোমরা পেয়েছ ভয়

সমস্ত শক্তি দিয়ে রুদ্ধ করে দিতে চাও

আমাদের বিজয়উল্লাস

শোন পুরুষ,এখনও সময় আছে

পাশে এস, হাত ধর

নতুবা একদিন তোমার বীজকেও অস্বীকার করব আমরা

ক্লোন পদ্ধতিতে জন্ম দিয়ে যাব শুধু নারীদের

সৃষ্টিরহস্যে একদিন পিতা বলে আর কেউ থাকবে না

জগত জুড়ে শুধু পূজিত হবে

শিবলিঙ্গ নয়, মাতৃযোনি।