সোমবার, ২১ মে, ২০১৮

সোমনাথ সাহা


সোমনাথ সাহা

শুক্লা দ্বাদশীর চাঁদ

রাত ছুটে চলে কুহেলিকা চিরে, আকাশের অবসাদ
নগ্ন শরীরে জ্যোৎস্না ছড়ায় শুক্লা দ্বাদশীর চাঁদ ।

শিকারি কখনও পরোয়া করে না তেষ্টা কীভাবে মেটে ;
একা হরিণীর স্বাদ গেঁথে নেয়, কামুকের বেয়নেটে।

চোখের মাথা খায় দেবতা, আল্লা হারায় কান !
মারার আগে জানে কি তারা, কত ছোট তার প্রাণ?

ভরসার নাম ভেঙে পড়ে রোজ। কারা নেবে তার দায় ?
ভুলে গেছিলাম, রক্ষকদেরও মাঝেমাঝে খিদে পায় ।

কিশোরীর দেহে নোঙর নামাই, রাতের শরীরে নামি
আমার লজ্জা কন্যা-কুমারী থেকে কামদুনিগামী ।

ক্ষুব্ধ চেতনায় জেগে থাক তারা লোভ-লালসার আগে ,
আমি শুধু দেখি ভোর হতে আরও কত রূপকথা লাগে ?

শত আঘাতে প্রোথিত হত্যা , কবর গন্ধময় !
জানে না'যে তারা ক্ষোভ আর নীরবতা জমলে পাথর হয় ।

পুরুষের হাতে ক্ষমতা কেবল। পুরুষের চোখে দয়া।
নারীজন্মের ভারতবর্ষে নারীরা'ই সর্বংসহা ।।