সোমবার, ২১ মে, ২০১৮

অরুণিমা মন্ডল দাস


অরুণিমা মন্ডল দাস

ধর্ষিতা----
            
 আট বছরের নাবালিকার রক্তাক্ত যৌনাঙ্গ
                   অসহায় বলির পাঁঠা
                       উলঙ্গ সমাজে মানবতার লিঙ্গচ্ছেদ

               লিঙ্গহীন প্রাণীদের বাকবিতন্ডা
                     থুথুগুলো উপছে পড়ছে কাঠগড়ায়
            চারিদিকে নোংরামোর ফেনায় ভাসছি

        ন্যায়ের সানলাইট জলে গোলা গোবর

                  গরুরা হাসতে ,কাঁদতে, গাইতে জানে না
                     ““ হাম্মাগুলো ষাঁড়েদের গন্ধটাকেই চেনে
         মেয়েটি   
                        বুকের ওড়না ছিঁড়ে থেঁতলানো বিবস্ত্র পাখি
              রক্তে ভাসছে শরীরের সবকিছু
         লাল গোলাপটিকে
                  সিঁদুরে ডুবিয়ে ছুরি দিয়ে কেটে কেটে মানসিক অস্ত্রোপাচার
         রডের ঘায়ে ছিন্নবিচ্ছিন্ন রাবারের বিন্দু বিন্দু চামড়া সিক্ত   রজনীগন্ধার অবহেলিত পাপড়ি ---

    বিভৎস জন্তুর কামড়ে যন্ত্রণায় কাতর দেহ
            নিশ্চল নিথর শরীরে অনুভূতিহীন মৃতরা দেখছে
    বিপ্লবী মনীষীদের ধিক্কার ,অভিশাপ চারপাশে রাস্তার পাগলের চিৎকার

                তবু
     আকাশটা পৃথিবীটা ভেঙে পড়ছে না
              বিচারের বানী খবরের কাগজেই সাজে 

             ধর্ষক গোপাল ভাঁড়েরা বাস্তবে মজা পেয়ে পেয়ে লুডো খেলেই যায়----?