সোমবার, ২১ মে, ২০১৮

মৌমিতা মিত্র


মৌমিতা মিত্র

ভয়

আলো হারিয়ে যাবার পর
সবাই অন্ধকারের দিকে
আঙ্গুল তুলেছিল।

সব অন্ধকারের গায়ে
সেদিন ছিল আলো‌ রঙের চাদর।

একটা গাছের পাতা শুধু
ভয়ে চোখ বন্ধ করে নিয়েছিল;
পরিচয় লুকিয়েছিল
গাঢ় নীল রঙের আড়ালে।
আকাশ বুকে নদী
শহরের ওপর দিয়ে
শেষবারের মতো বয়ে গিয়েছিল।