শ্রাবণী সিংহ
এ কেমন বিচার...
ঠোঁটের ফাঁকে ওই সদ্য মা ডাক
আটকে আছে নরম তিতিরের মত,
সদ্য শিশুটা জানে না
সে একটা ফুটো বহন করছে
ধর্ষণ ধর্ষণ খেলার নরম মাংসপিণ্ড সে,
মৃত হলেও চলে এখন
ভাগাড় থেকেই খুবলে খাচ্ছে স্তন,
পাছার মাংস!
মেয়েলি চর্বি মোটেও জমে নি শিশুটার,
পি টি স্যার থেকে কম্প্যুটার,
এমনকি পাড়াতুতো দাদারাও
অন্যরকম মজা করে ফ্রকের নিচে
স্বপ্নের মধ্যেও ওদের নিচু হয়ে আসা মুখ,
লালা পাশবিক আনন্দটুকু এখনও লেগে
আছে বাম উরুর কালশিটেতে
ওরাই ভাগাড়ের মাংস গেলে দামী রেস্টুরেন্টে
নারী দিবসের দিন সোচ্চার হয়
স্লোগানে-কার্টুনে-ফ্যাস্টুনে
সুযোগ পেলে ওরাও এমন করেছে বা করবে কি না?
নারীখেকোরা এত উলঙ্গ
অচল সমাজকে কত আর
উলঙ্গ করবে কে জানে?
সূক্ষ্ম বালির মত জীবন,
সেখানেও তরল ঠাট্টা
আমি পনেরোর্দ্ধ নারী
দোষ ছিল আমার চলাফেরার,
আমার দুর্বলতার
ছোট পোষাকের দোষ ছিল আমার,
এরা তো কাপুরুষ তবু প্রকাশ্যে এল,
সভ্য পশুরা পর্নোছবিতে
লোল ঝরায় প্রতি রাতে,
নিভৃতে চলে কল্পিত নারীদের সাথে
কল্পনার কামকেলি তাদের কি বলবে ?
ভোররাতে বীর্য-ঘাম বয়ে যায় গলির নর্দমায়
সুযোগ পেলে তারাও কি......?
বিচারের বাণী নিভৃতে কাঁদে
বিচারের আশায় থাকি না আর
জানি বিচার পাবো না কোনোদিন।
এবার জেহাদী অস্ত্র
নেব তৃতীয় হাতে,
চেতনার ভিসুভিয়াস জাগছে।