রীনা তালুকদার
দাস হবে
কামরূপ
কামাঙ্খার জংলা বিষ মানে না বয়স সময়
বিকৃত বাসনা
মনে থাক
বাইরে বেরুলেই
কুৎসিৎ ম্যানিয়া রোগী
চিকিৎসাটা
কামুক মনের চেয়ে বাহ্যিক চোখের দরকার
দেখে দেখে
সুন্দর ফুলের পাপড়ি ছিঁড়ে ফ্যালো ...
অসুরের দুষ্ট
শক্তি সৌন্দর্যকে করছো ধ্বংস !
পাপড়িরা একদিন
পৃথিবীকে আয়ত্তে নিবে
পাপড়িগুলোই
ভবিষ্যৎ দ্রষ্টা
আর ... একটি
পাপড়ি ছিঁড়লে দশভূজায় মাংস ছিঁড়ে ছিঁড়ে
প্রতিবাদ হবে
দেশে দেশে মাঠে ময়দানে ঘরে ঘরে
ব্লেড গুলো আরো
শাণিত হবে
অজোপাড়া গাঁ
থেকে রাজসিক মহলে
কচি হাতের কনুই
গুলো আরো শক্তি সঞ্চারিত করবে
এভাবেই
প্রতিবাদ থেকে পৃথিবী
ভোল্গা থেকে
গঙ্গার কাহিনী লেখক রাহুল সাংকৃত্যায়ন
লোকালয়ে ফিরবে
আর্য ইতিহাস চোখে
আবারো কামুক
পশুরা নারীদের দাস হবে
একেকজন নারী
হবে একেকজন নিশা-লেখা -রোচনা।