মৌসুমী ভৌমিক
অভিশাপ
আমি এসেছিলাম -
তোমাদের কাছে
একবার নয় তিন
তিনবার।
কিন্তু মেয়ে
বলে তোমরা প্রতিবার আমাকে
জন্মানোর
পূর্বেই মৃত্যু উপহার দিয়েছো।
আমার সেই মা'কে ও তিন তিনবার
শুধু কষ্টই
উপহার দিলে।
আমার সাধগুলোকে
আমার সাথেই মেরে ফেলেছ অকালে।
এই সুন্দর
পৃথিবীতে আমাকে স্থান দাওনি।
আমার অভিশাপে
তাই তোমাদের কাঙ্খিত পুত্রসন্তান
আজ জন্মেই মরে
গেছে।
তোমাদের
কান্নাগুলো দেখে আমার
আজ বড়
উল্লাস - হিংস্র শান্তি।
বড় প্রশান্ত
আজ মায়ের মুখখানি।
হয়ত আমারই
জন্য।
কাঁদো কাঁদো যত
খুশি -
এ অভিশাপ
তোমাদের প্রাপ্য।