সোমবার, ২১ মে, ২০১৮

সৌমী শাঁখারী


সৌমী শাঁখারী

আসিফা

মানবতার হৃৎস্পন্দনে পাথর জমা হয় রোজ..
এখানে ছোট্ট বন্ধুরা জল খুঁজিস না আর!
তোদের নৌকা ভাসানোর দিন কেড়ে নেওয়া হয়..
দুচোখে পাস লবনজলের হ্রদ!
আরে তোর সাথেই তো উল্লাসে খেলে বিকৃত কাম!
ঘুমিয়ে পড়লি বড়ো তাড়াতাড়ি সোনা..
হায়নার ডাকে তোর অশেষ হয়রানি!
ভালোই করেছিস আলোদের মড়া খাটে শুয়ে..
এখানে আঁধারের কর্কট রোগে মানবতা নিশ্চিহ্ন!
সেই থেমেই যেতে হতো নিষ্ঠুর বলিদান হয়ে!
কেনো বল তো এতো দুধর্ষ হামলা?
এক চিলতে সহানুভূতি নেই তাদের শরীরে!
কুটিকুটি করা ফুলের হাসিটি যন্ত্রণায় কাতরাচ্ছে..
পবিত্র মন্দির ধুয়ে যাচ্ছে মানব প্রতিমার রক্তে!
বল তুই! কারো বিবেক এদিন এতোটুকুও মর্মিতায় কেঁপেছিলো?
#আসিফা,ফুলের শিশু তুই..
আমাদের লজ্জাও তোর ক্ষমার অযোগ্য!
আদিম প্রবৃত্তি সহস্র উত্থান ছুঁয়েও হতে পারেনি সভ্য..
দোহাই আসিফা,আর জন্ম নিস না তুই!!