সোমবার, ২১ মে, ২০১৮

পল্লবী দাস


পল্লবী দাস

ধিক্কার

শান্তি হলো তো তাহলে?

নাও এবার কয়েকটা ধূপকাঠি জ্বেলে
আবার দেবীপূজা শুরু করো এই মন্দিরেই,
সাত দিন তো নিজেদের পুরুষত্বের 
যথেষ্ট বিণ বাজিয়েছ;

গঙ্গাজলে নিজেদের গলাটা চুবিয়ে নাও
একটু ,তাতে যদি কৈফিয়ৎ খুঁজে পাও,

ধর্ম যে তোমাদের গা চুঁইয়ে পড়ে,
তিন বেলা পাঁচ বেলা,
এই ধর্মই  বোতলে ভরে বাজারে ছেড়ে আসো,
বাহঃ; কী ধার্মিক পৌরুষ;

সতন্ত্রতা গণতন্ত্রতার ধ্বনি
মাইকে রোজ বিলি করছো,
ঘরে ঢুকে ঢুকে বিলি করছো;
আট থেকে আশি,
সবাই এই  ঠুনকো নীতির বিষে  পিষছে,

নাও,এবার গণতন্ত্র মূত্রে গুলে খেয়ে নাও!