সোমবার, ২১ মে, ২০১৮

শর্মিষ্ঠা ঘোষ


শর্মিষ্ঠা ঘোষ

মমি

বুকের ভেতর সে ছিল এক আশ্চর্য প্রস্রবণ নদীর পলিমাটি মেয়ে

পাহাড় টিলা বনের টিয়ে সবুজ হলুদ শান্ত নরম ফসলের দুধ

ততোধিক ঘন বনে শ্বাপদ হায়েনার চেয়ে ভয়ংকর কারা সব

আসে যায় নায় খায় মন্থন করে প্রিয় অপ্রিয় অধিকৃত পরস্মৈপদী

নির্বিকার ঢেলে যায় বীজ চাষ শুধু চাষ ফলার ধারে ভারে

ক্ষতমুখে রোপিত পতাকা বিজয় নাকি পরাজিত আদতে এবং একা

নদী খালি সরে যায় লুকোতে লুকোতে পাতালের সীতা রোজ রোজ

সহস্র বছর হেঁটে হেঁটে বুড়ো সভ্যতা এক মেধাহীন ভালোবাসাহীন

রণে বনে জলে জঙ্গলে শুধু হানাদারি সম্বল অনন্ত বলবীর্যে

চোখ কচলে দেখছে প্রেম নেই সে সাম্রাজ্যের কোথাও কোনখানে

মেয়েদের মত চেহারায় কারা সব মমি আর মোমের পুতুল