রবীন বসু
সভ্যতা ঘাড় বাঁকায়
একটা নির্ঘুম
রাত আমি সন্ত্রাসের জন্য রাখলাম
একটা নির্ঘুম
রাত আমি শিশু ধর্ষকদের দিলাম l
একটা নির্ঘুম রাত নিল জোড়া ধর্ষক রাম রহিম
আর এক নিক
নাবালিকা ধর্ষক বাপু আসারাম l
হে মহান
ভারতবর্ষ, প্রতি রাতে গণতন্ত্র মরে দেখি
প্রতি রাতে
চেনাছক দাঙ্গার আগুন জ্বালতে শিখি l
ধর্মের
ত্রিশূলে দেখি বিভেদের বহুবর্ণ পতাকা ওড়ে
প্রভুর বিজয়রথ
চলছে যে,
শত্রুর মুখে ছাই পড়ে
l
হে মানুষ, ভাগাড়ের মাংস তুমি তুলে দিচ্ছ আহারে
চৈতন্যে মড়ক
তোমার, আছো শুধু পোশাক বাহারে l
মনুষ্যত্ব চলে
গেছে, বিবেক হাঁটছে তাই উলটো পথে
বিনাশের
অন্ধকার বয়ে আনছো নিজেরই সে রথে l
তোমাকে করুণা
করে ঘৃণ্য যে শকুন, সে-ও তাকায়
নির্ঘুম এই
পৃথিবীতে আজ সভ্যতা শুধু ঘাড় বাঁকায় l