সোমবার, ২১ মে, ২০১৮

গৌতম কুমার গুপ্ত


গৌতম কুমার গুপ্ত

এ ক দি ন

ঠিক কতোবার চোখ খেয়ে নিয়েছে
শরীরী ঘ্রাণ জানে না
অপাঙ্গে নেমেছে উপমা
ভয় হাঁটে নাগরিক বাতাসে পিছু পিছু।

শ্লোগানে কাদা ছোঁড়ে দেওয়ালে
শিসগানে ডাকে কুৎসিত আঙুলে
অলিতে গলিতে ভ্রমর গুঞ্জন
বৃদ্ধা বণিতা নাবালিকার পিছু ফেউ।

তারপর একদিন
আরো কিছু সাবালক সাহসে
যুদ্ধ প্রত্যয়ে কিশোরীটি হাঁটে
বুকের ভেতরে পতাকা তোলে।

রোদ নেমে আসে উঠোনে
সবলা হয় ফ্রক
সাইকেল অশ্বগতি পায় একদিন।