সোমবার, ২১ মে, ২০১৮

ভাস্কর পাল


ভাস্কর পাল

অজাতশত্রু

চারদিকে এত বর্ণমালা
এত শঙ্খধ্বনি আর আজান
আমি চাই না
আর এই পৃথিবীর কোনো প্রান্তরে
জন্ম নিক মেয়েলী আঁতুর
আমি চাই না
এর পর আর কোনও দিনও
কোনও বাবার বুকে ছুটে আসুক
কোনও  দুর্গা লক্ষ্মী বা আমিনা
আমি চাই না
মন্দিরের ত্রিশূল রক্ত স্নাত হোক
পবিত্র ধর্ম গ্রন্থের গায়ে চুঁইয়ে পড়ুক
নারীর আর্তনাদ
বর্ণময় সামবেদ থেকে
রাত্রি খসে পড়বার আগে এই যে পাললিক সমুদ্রস্নান 
রৌদ্রকথন বেদনার শল্কমোচন
আর প্রতিবাদহীন 
স্মৃতি-বিস্মৃতির লাবণ্যগুলি ঝলমলে
পরিব্রাজকের মতো হালকা পোশাকে
হেঁটে যেতে যেতে জনারণ্যে আন্দোলিত করে ক্রন্দনধ্বনি
মানুষ নয়   দেবতা নয়   ফেরেশতাও নয়
কয়েকটা  শ্বাপদ  অভিজ্ঞ রণনিপুণ
দূরে বসে চেয়ে আছে
ঘ্রাণ নাগালে হাওয়ায় দোলে
সম্পূর্ণ মানবিক একটা ছক
কালো আগুনের মধ্যেই কাঁপতে থাকে
নোনাঘামে প্রতিদিন জন্ম নেয় 
সভ্যতার সহোদর
যারা কালো টাকায় কিনে নেবে অগনন মৃত্যু 
আর জন্মান্ধের জবানবন্দি
ক্ষমতার তর্জমা ঈশ্বর করে গণনা 
সাধারণ  মানুষেরা এ কথা জানে না।