সোমবার, ২১ মে, ২০১৮

হরিৎ বন্দ্যোপাধ্যায়


হরিৎ বন্দ্যোপাধ্যায়

শেষ আলো

শব্দ ভাঙতে ভাঙতে এখন ধুলো
তুমি কী দিয়ে ইমারত বানাবে ?

পৃথিবীর শেষ আলোটুকু মুছতে মুছতে
এখন গলিপথে একপায়ে হাঁটছে

আলোটুকু এখন মায়ের গায়ে
কাঠের উনুনের মুখে বসে কুঁড়ো ছুঁড়ে দিচ্ছে

আট বছরের আফরোজ দু'হাত বাড়িয়ে

একটু পরেই আলোটুকু মুছে যাবে ।