রাহুল ঘোষ
বিকেলবেলা
ঘুমন্ত
অবস্থায়
চোখের সামনে কেউ এসে দাঁড়ালে
বুঝতে পারি।
বাঙালির হাতে
মাছের গন্ধ ওড়ে।
রেচনাঙ্গ ও
যৌনাঙ্গর পার্থক্য এখনো বোঝেনি
সে বালিকা –
তার আগেই সে
বিরুদ্ধবাদীদের হাতে
ধর্মান্তরিত হয়ে গেল।
রাস্তায়
বেরোলেই কেবল চোখে পড়ছে
সুন্দর বকপাখি বার বার মরে মরে যাচ্ছে।
অঝোরে
বৃষ্টি
স্ট্রিট
লাইটের হলুদ আলো
বন্ধ দরওয়াজা
লতায়-পাতায়
পুরানো-জড়ানো।
ব্যস্ত শহুরের
ব্যস্ত জীবন ।