সোমবার, ২১ মে, ২০১৮

দিব্যেন্দু শেখর দাস


দিব্যেন্দু শেখর দাস

অন্যক্ষণ

এঁটো খাবার খেতে খেতে আজ আমি পুরোটাই এঁটো

কিছু কথা তোলা থাক অন্য কারোর জন্য।

ব্যক্তিগত নীরবতার শিকারে তুমি আমি পর

আমি স্বাধীন-পরাধীন সে হিসেব নয় হবে অন্যক্ষণ।

ডাস্টবিনটা লুটোপুটি খাচ্ছে,ওকে তুলে রাখো

 সাদা কাপড়ে রক্ত লেগে আছে,গরম জল দিয়ে ধুয়ে ফেল

হাতে গ্লাফ্স পর, নয়তো তুমি আসামী হয়ে যাবে

ভাইরাসের ছোটাছুটিতে ক্রোমোজোমরা দিশেহারা

মানুষ নয় একটু দাঁড়িয়ে যাও,

মানুষের বেশে পশুরা আজ রক্ত খেলায় মেতে উঠবে।