সোমবার, ২১ মে, ২০১৮

বিশ্বজিৎ দেব


বিশ্বজিৎ দেব

আমাদের টিউশনখাতাগুলো

সন্ধ্যে নামার আগে আমাদের
টিউশনখাতাগুলো বাড়ি ফিরে আসে
রোজ ভয়ে ভয়ে , মেয়েটির মতো
যার পথ চেয়ে বসে থাকে ঝোপের
অন্ধকার , ঝকঝকে নখরের ক্ষত....

রোজ এভাবেই সন্ধ্যে নামার আগে
বাড়ি ফিরে আসে দম আটকানো সাইকেল
ভয়ে ভয়ে, অবিকল মেয়েটির মতো

পেছনে পেছনে যাকে
শীস দেয় খসখসে গলি
সরণির শেষটুকু আলো!