সোমবার, ২১ মে, ২০১৮

সুকান্ত ঘোষাল


সুকান্ত ঘোষাল

শিকল

যদি আড়াল থেকে দেখেন
ভাঁজ খুলে বেড়িয়ে আসে চার-পা
কিংবা উপর থেকে-
কিংবা সাইড থেকে-
নখ জন্মায় , ঠোঁটের চেয়েও ছোবল।

যদি আর একটু ভিতরে ভিতরে প্রবেশ
গাছের নীচে ফুল ঝরে থাকে।
সেই চমৎকার সাঁকো , প্রজাপতি
যা আপনার মায়ের ও ছিল।

নির্জন সৈকতে ভ্রমণে এসেও আপনি
আর একটু ভিতরে যেতে শিখলেন না।
কিংবা চতুস্পদের গলায় শিকল পড়িয়ে
শাসন চালাতে প্রতিদিন।