অনিন্দ্যকেতন
গোস্বামী
মানুষ-প্রাণ
প্রতিবাদ আসে মুঠোতে বা মনে
অবধারিত বধির হয়ে যাই...
কানে আসে শ্লোগান গোপনে
সাথে সাথে দৃষ্টি হারাই...
এই তবে মানুষ-প্রাণ ? ঘৃণ-আধার
সম্পর্ক গড়িনি ভেবে, কেবা হবে কার ?
ছটাক জীবন
জন্ম বলেও কিচ্ছুটি নেই
মৃত্যু বলেও কিচ্ছুটি নেই
মাঝের টুকুই দড়....
ছটাক করে মাপতে পারো
জন্ম-জন্মান্তর...
মায়া
আরেকটিবার অন্ধ করে দাও
পৃথিবীর মায়া ভীষণ ভয়ঙ্কর।
মন-জমিনের ধুলোকে উৎরাও
দৃশ্যে-শব্দে বেড়ে ওঠে শুধু
জ্বর।
অস্তিত্ত্ব
যাইনি বলে ভেবো না কিন্তু
অস্তিত্ত্বহীন।
শূন্যতাই লিখে রাখে
এই জন্মদিন...
আঘাতে ভাষায় আর
আদর অনুরাগে,
বিশল্যকরণী হয়ে
অস্তিত্ত্বে জাগে।
একটা ভালোবাসার সনেট
শোনো,এই
যে কাল এনেছে সংকটদশা
কোনো দেশ নয় কোনো ভূমি নয়
প্রিয় তট-
এক বিচ্ছেদ ব্যথা আজন্ম ভাবে
বসা
ভায়োলিনের তারে। ক্ষয়াটে
চিত্রপট।
স্বপ্ন নেই হুস্ নেই
বৈসাম্যের আলো
মুসলিম বৌদ্ধ বা ইহুদী
খ্রীষ্টান....
মানুষের থেকে শুধু দর্শন
তেজালো
বোমারুর খ্যাতি শুধু কেড়ে
নিয়ে প্রাণ।
আগুনে পুড়িয়ে সভ্য খাঁটি
কতখানি
বাসভূমি ছাই করে জয়ের
নমুনা....
সভ্য কি সভ্য হয়, যতটুকু জানি
মানুষই গড়েছে ধর্ম, ঈশ্বর করুণা।
মানুষ বিদ্বেষী হলে, অন্ধ দুইবেলা
শত্রুকে শত্রুহীন এই হবে
খেলা।